আজ ৫ই ফেব্রুয়ারি হাওড়া ডোমজুড় আনন্দ নগর গ্রাম পঞ্চায়েত অন্তগত আনন্দনগর কালী তলায় অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির ডোমজুড় দু’নম্বর মন্ডলের তত্ত্বাবধানে রক্তদান শিবির ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব রাহুল সিনহা মহাশয় ও হাওড়া জেলার সদরের বিজেপি সভাপতি মনি মোহন ভট্টাচার্য। এবং হাওড়া জেলার সদরের যুব মোর্চা সম্পাদক ইন্দ্রাশীষ দত্ত মহাশয় ও অন্যান্য নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে এসে রাহুল সিনহা জানালেন আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম দুর্নীতি র অভিযোগ গ্রামবাসী রা তার কাছে করলেন এবং আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন রকম কেন্দ্রীয় সুবিধা তারা এই পঞ্চায়েত থেকে পাচ্ছেন না ,তাই গ্রামবাসীরা যাতে সঠিক মানুষে রা যেন সঠিক পরিষেবা গুলো পায় তার জন্য রাহুল সিনাকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ জানালেন। রাহুল বাবু সাংবাদিকদের বললেন আমি সমস্ত টাই কেন্দ্রীয় সরকারের নজরে আনবো যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করব যাতে আনন্দনগর পঞ্চায়েতের গ্রামবাসীরা সঠিক বিচার পান তিনি বললেন গ্রামবাসীরা যদি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এই ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে গ্রামবাসীরা জোট বদ্ধ হয়ে যদি বিজেপির পঞ্চায়েত গঠন করতে পারে তাহলে তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাবেন বলে জানালেন রাহুল সিনহাl এলাকার সাধারণ মানুষ এসে এই রক্তদান শিবিরের রক্তদান করলেন এবং স্বাস্থ্য পরীক্ষা করালেন এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানালেন আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের কালীতলার বাসিন্দারা।
Rahul Sinha: হাওড়ার ডোমজুড়ে বিজেপির রক্তদান শিবিরে এসে রাজ্যের পঞ্চায়েত দুর্নীতির ও আবাস দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বিজেপি নেতা রাহুল সিনহার
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া