মাদারীহাট বিধানসভা আসনে (BJP ) উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে চলতি মাসের তেরো তারিখ। শনিবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার এর সমর্থনে প্রচারে আসেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাদারীহাট রবীন্দ্রনগর ময়দানে আয়োজিত প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন রাজ্যে চলছে অরাজকতা। তোলাবাজ, ধর্ষক, দূর্নীতি বাজদের মদত দিচ্ছে রাজ্যের শাসকদল। রাজ্যে ঘটে চলেছে একের পর এক ধর্ষণ, খুনের মত ঘটনা। মেয়েদের কোনো নিরাপত্তা নেই অথচ রাজ্যের মূখ্যমন্ত্রী একজন মহিলা। এই সরকারের পতন ঘটাতে তিনি মাদারীহাট বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে আবেদন জানান। এদিন তার সাথে ছিলেন আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিগ্গা সহ জেলা নেতৃত্ব।
BJP Suvendu Adhikari: মাদারীহাট বিধানসভা আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রচারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper