Breaking News

Manoj Kumar Oraon Alipurduar: শামুকতলার গণ ধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার (Alipurduar) দুই নম্বর ব্লকের শামুকতলা থানা এলাকার গণ ধর্ষিতা কিশোরীর বাড়ি গেলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও।উল্লেখ্য বুধবার সন্ধ্যায় গরু খুঁজতে গিয়ে এলাকার পাঁচ যুবকের দ্বারা ধর্ষিতা হন ঐ কিশোরী।রাতেই পুলিশ গণ ধর্ষনের অভিযোগ পেয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।(Alipurduar) দুই অভিযুক্ত পলাতক।Alipurduar: শামুকতলার গণ ধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও

বৃহস্পতিবার বিধায়ক নির্যাতিতা কিশোরীর বাড়ি গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং তাদের আস্বাস দেন পাশে থাকবেন। বিধায়ক জানান রাজ্যের শাসকদলের মদতপুষ্ট পাঁচ যুবক এই ধর্ষণ কান্ডে অভিযুক্ত। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযুক্তের মধ্যে দুইজন পলাতক। বিধায়কের অভিযোগ শাসক দলের নেতারা অভিযুক্তদের আড়াল করতে তৎপর। তিনি আরও বলেন ধর্ষিতার বাড়ির লোকজনকে নানা ভাবে হুমকি দিয়ে টাকার লোভ দেখিয়ে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করে বিধায়ক মনোজ কুমার ওঁরাও বলেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তিনি। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।