দুর্নীতি করে নিজেদের ঘরের আত্মীয় ও ঘনিষ্ঠদের থেকে বান্ধবী সবাই কে চাকরি পাইয়ে দিয়েছেন তৃণমূলের নেতারা।(BJP) সোমবার বিধানসভা চত্বরে চাকরি চোরেদের পোস্টার হাতে প্রদর্শনী করলো বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র নেতৃত্বে এই পোস্টার প্রদর্শনী চলে ।
চাকরি চোরেদের পোস্টার হাতে বিজেপি বিধায়করা
(BJP)আজ আদালতের নির্দেশে চাকরিচ্যূত তৃণমূল নেতাদের আত্মীয় পরিজনরা যাদের আর্শিবাদে চাকরিটি পেয়েছিলেন উপহার হিসেবে সেই সব নেতা দের ছবি ছাপিয়ে আলাদা আলাদা ব্যানার বানিয়ে বিধানসভার ভিতর সারিবদ্ধভাবে লাইন করে পোস্টার প্রদর্শনী করলো বিজেপি বিধায়করা। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল,শঙ্কর ঘোষ,মিহির গোস্বামী ,মনোজ টিগ্গা সহ বিজেপি বিধায়করা ।
আদালতের নির্দেশে সদ্য গ্রুপ সির চাকরি থেকে ৮৪২ জনকে SSC বরখাস্ত করেছে
পোস্টার হাতে নিয়ে বিধানসভার ভিতরে ও বাইরে চলে পোস্টার বিক্ষোভ । উল্লেখ্য আদালতের নির্দেশে সদ্য গ্রুপ সির চাকরি থেকে ৮৪২ জনকে SSC বরখাস্ত করেছে । সেই তালিকা প্রকাশ হতেই দেখা যায় তালিকায় রয়েছে একাধিক তৃণমূলের নেতা মন্ত্রীদের আত্মীয় ঘনিষ্ঠদের নাম। তৃণমূল নেতা ও তাঁদের যে আত্মীয়ের চাকরি গিয়েছে তাঁদের ছবি দিয়ে আলাদা আলাদা পোস্টার বানিয়ে বিক্ষোভ ও দেখায় বিজেপি বিধায়করা।(BJP)
৭৫ ভাগ চাকরি সাধারণ লোকের বাড়ির ছেলে মেয়েদের টাকার বিনিময়ে আর ২৫ ভাগ নেতা মন্ত্রীদের বাড়ির লোকজন ও ঘনিষ্ঠ দের দিয়েছে : শুভেন্দু অধিকারী
(BJP) এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই পোস্টার গুলো গ্রামে গ্রামে টাঙানো উচিত। জনগনকে দেখানোর জন্য ১৪ জন তৃণমূল নেতার চাকরি যাওয়া বাড়ির লোকের পোস্টার প্রদর্শনী হল , আগামী দিনে আরও বাড়বে , জনগনের জানা দরকার কাদের তারা বিধানসভায় পাঠিয়েছেন । এছাড়াও তিনি গ্রামে গ্রামে, রেলস্টেশন, রাস্তার মোড়ে, স্কুলের সামনে এই চাকরি চোরদের পোস্টার টাঙানোর কথা বলেন । ৭৫ ভাগ চাকরি সাধারণ লোকের বাড়ির ছেলে মেয়েদের টাকার বিনিময়ে দিয়েছে আর ২৫ ভাগ নেতা মন্ত্রীদের বাড়ির লোকজন ও ঘনিষ্ঠ দের দিয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল ভয় পেয়েছে বলেই বিধানসভায় ইডি – সিবিআই নিয়ে আলোচনা করছে। এরা সবই জেলে যাবে ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper