বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে দশ বছরের মধ্যে (Bjp) কেন্দ্রীয় হারে ডিএ সমান করে দেবে। (Bjp) উলুবেড়িয়ায় বললেন সুকান্ত। রোদে পুড়ে সোনার খুব কষ্ট হচ্ছে, নাম না করে অভিষেককেও কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। সোমবার হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা ১ নম্বর মন্ডল রঘুদেবপুর অঞ্চল বিজেপি-র তরফ থেকে দলের রঘুদেবপুর কার্যালয়ের পুনর্নির্মিত ভবনের শুভ উদ্বোধন কর্মসূচিতে এসে দলের রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন।
সুকান্ত মজুমদার বলেন, ডিএ আন্দোলনকারীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারবে না। কারণ তাদের হাতে টাকা নেই। মেলা, খেলা আর দান-ধ্যান এসব করতে গিয়ে তাদের টাকা শেষ। সুতরাং বিজেপি ক্ষমতায় এলে ১০ বছরের মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ সমান করে দেবে। একেবারে হয়তো দেওয়া যাবেনা। আমরা ক্ষমতায় এলে ধাপে ধাপে ডিএ বাড়িয়ে দশ বছরের মধ্যে কেন্দ্রীয় হারে সমান ডিএ আমরা দিতে পারব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’মাসের জনজোয়ার কর্মসূচি সম্পর্কে সুকান্ত মজুমদার নাম না করে বলেন, রোদে পুড়ে সোনার খুব কষ্ট হচ্ছে। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আগে কখনও রোদে ঘোরেননি। এখন দেখা যাক এই অবস্থায় ময়দানে ক’দিন টিকতে পারেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper