শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Bjp: উপনির্বাচনে বঙ্গ বিজেপির প্রার্থী হতে চলেছে দিলীপ, অর্জুন

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা

Bjp: উপনির্বাচনে বঙ্গ বিজেপির প্রার্থী হতে চলেছে দিলীপ, অর্জুনআর জি কর (bjp) ইস্যুতে আন্দোলনে বামেরা টেক্কা দিয়েছে গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে আবার সামনে বাংলার ছয় বিধানসভার আসনে উপনির্বাচন।দলের বাছাই করা নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। আর তারই মধ্যে বাংলায় দলের সদস‌্যতা অভিযানের সূচনাও করার কথা রয়েছে তাঁর। ফের প্রার্থী হবেন দিলীপ, নিশীথ, অর্জুন ? ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।

সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড‌াংরা, এই ছয়টি বিধানসভা আসনে ১৩ নভেম্বর ভোট হবে। এর মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল। সেখানকার বিধায়ক মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে জিতে সাংসদ হয়েছেন। দখলে থাকা এই মাদারিহাট আসনটি এবার ধরে রাখতে মরিয়া বিজেপি। পাশাপাশি অন‌্য কোনও একটি আসন যদি তাদের হাতে আসে সেই লক্ষ‌্যও রয়েছে বিজেপির। মঙ্গলবার দলের সল্টলেক অফিসে বিজেপির একটি বৈঠক হয়েছে। সেখানে রাজ‌্য সাধারণ সম্পাদকদের পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব‌্যরাও। বৈঠকে ঠিক হয়েছে, মেদিনীপুর ও নৈহাটি বিধানসভা আসনে জোরদার প্রচার চালাতে হবে। অন‌্যত্রও প্রচার চলবে। মাদারিহাট আসনটি ধরে রাখতে হবে, পাশাপাশি আরও অন্তত একটি আসনে জয় ছিনিয়ে আনতে হবে। ছয় বিধানসভার উপনির্বাচনে ফের প্রার্থী করার কথা ভাবা হয়েছে গত লোকসভা নির্বাচনে পরাজিত হওয়া প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক ও অর্জুন সিংকে। মেদিনীপুর বিধানসভায় দিলীপ ঘোষ, সিতাইয়ে নিশীথ প্রামাণিক ও নৈহাটিতে অর্জুন সিংকে প্রার্থী করার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার বর্তমানে রাষ্ট্রপতির সঙ্গে উত্তর আফ্রিকা সফরে রয়েছেন। ২১ অক্টোবর কলকাতায় ফেরার কথা সুকান্তর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।