পশ্চিমবঙ্গ সরকারের (BOOK FAIR) জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ও স্থানীয় গ্রন্থাগার কৃত্যক এর সহায়তায় শুরু হলো পনেরোতম শিলিগুড়ি মহকুমা বই মেলা। শিলিগুড়ি বাঘা যতীন পার্কে আয়োজিত এই মেলার উদ্বোধন করলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরি সহ বিশিষ্ট ব্যক্তিগন। মেয়র গৌতম দেব বই মেলার উদ্বোধন করে জানান মেলা চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত। মেলায় স্থানীয় ও কলকাতার প্রকাশকরা তাদের বইয়ের সম্ভার নিয়ে স্টল দিয়েছেন এই মেলায়। মেলার মুক্তমঞ্চে আয়োজিত হবে ক্যুইজ,সেমিনার, বসে আঁকো প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
BOOK FAIR: পনেরোতম শিলিগুড়ি মহকুমা বই মেলার উদ্বোধন করলেন মেয়র
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper