ব্যক্তিগত জীবন আর ফিটনেস, ফ্যাশন, এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বোল্ড অভিনেত্রী হিসেবে বি-টাউনে পরিচিতি রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। তার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিয়ে থাকে। প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা । ফের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ঝড় তুললেন মালাইকা আরোরা। তার শরীরী নেশায় পুড়ে ছাই নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে
মালাইকার পোস্ট করা ভিডিও দেখতে হামলে পড়েছেন ভক্তরা। এবার ক্যামেরার সামনে পোশাক বদলালেন মালাইকা আরোরা। যা দেখেই চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। ক্যাজুয়াল ড্রেস থেকে ওয়েস্টার্ন পোশাকে মালাইকাকে দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মালাইকা সবসময়েই ফ্যাশন দুনিয়ায় নিজেকে অন্যভাবে পরিচয় করাতে চান, এবার তিনি তা প্রমাণ করে দেন তিনি একজন ফ্যাশন আইকন।তার সেক্সি চাবুক ফিগারে ঘায়েল সাইবারহবাসী। ফ্যাশনিস্তা- ফিটনেস ফ্রিক-সুপারহট সমস্ত তকমায় রয়েছে বলি অভিনেত্রী মালাইকা আরোরার। শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। ফের নিজের শরীরকে ওলটপালট করে নেটিজেনদের চমকে দিলেন ফ্যাশন আইকন মালাইকা। বয়স বাড়লেও তার মন ও শরীরে যেন এখনও তিনি ২০-র যুবতী। একবার নয়, একাধিকবার তা প্রমাণ করে দিয়েছেন মালাইকা। তার ফ্যাশন সেন্স দেখে ফ্যাশন বোদ্ধারাও চমকে যান। এই বয়সে এসেও নিউকামারদেরও সঙ্গে সমান্তরাল ভাবে পাল্লা দেন মালাইকা আরোরা। অর্জুন কাপুর ও মালাইকার প্রেম নিয়ে চর্চার শেষ নেই সংবাদমাধ্যমে। কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে কোনও ধন্দ নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে তাতে দুজনেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি এবং তা নিয়ে আলোচনাও করছি। ওর সঙ্গেই সুন্দর জীবন কাটাতে ও বুড়ো হতে চাই। মালাইকা আরও বলেন, অর্জুনের সঙ্গে থাকতে নিজেকে অনেক বেশি নিরাপদ লাগে। একে অন্যের প্রতি টান এবং ভালবাসা এই সম্পর্কের পুড়োটা জুড়ে আছে। প্রতিটা দিন কাটে গভীর প্রেমে। এর চেয়ে আর বেশি কিছু বলতে নারাজ মালাইকা।তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তাদের প্রিয় তারকার শুভ পরিণতির I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper