আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্সা চা বাগানের শ্রমিকদের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হলো চা সুন্দরী প্রকল্পে নির্মিত নতুন গৃহের চাবি সহ জমির পাট্টা। মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় নির্মিত হয়েছে বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্পের গৃহগুলি। এদিন জেলার আরেকটি বন্ধ চা বাগান ঢেকলাপাড়ার শ্রমিকদের হাতেও নব নির্মিত চা সুন্দরী প্রকল্পের ঘরগুলির চাবি সহ জমির পাট্টা প্রদান তুলে দেন সমাজসেবী লিয়স কুজুর। অপরদিকে তোর্সা চা বাগানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, কালচিনির বিডিও প্রশান্ত বর্মন, আই এন টি টি ইউ সি জেলা সভাপতি বিনোদ মিঞ্জ, তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি বীরেন্দ্র বারা সহ অন্যান্যরা। নতুন ঘরের চাবি সহ জমির পাট্টা হাতে পেয়ে খুশী চা শ্রমিকরা।
Chaa Sundari Scheme Alipurduar: চা সুন্দরী প্রকল্পে নির্মিত নতুন গৃহের চাবি সহ জমির পাট্টা প্রদান করা হলো তোর্সা চা বাগানের শ্রমিকদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper