আবারো চুঁচুড়ায় (Hooghly) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনা প্রসঙ্গে যানা যায় গতকাল হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন পূর্বায়নে জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত প্রকাশ পেলো।অনুষ্ঠান বাড়ির সামনে দিয়ে তৃণমূল কর্মী সুরজিৎ দে যাওয়ার সময় তার গাড়ির সামনে চলে আসে বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষ।এরপর সুরজিৎ ও রাজীবের মধ্যে বাগদি দন্ডা শুরু হয়। এর পর একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি করেন।সুরজিতের অভিযোগ রাজীব গাড়ির চাবি কেরে নেন। ঘটনার খবর পৌঁছায় স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মন্ডলের কাছে। অনিন্দিতা পৌঁছাতেই রাজীব তার জাত এবং বর্ণ নিয়ে খারাপ ভাষায় কথা বলতে শুরু করেন, পাল্টা জবাবে রাজীব বলেন এলাকায় একটি পুকুর ভরাট হচ্ছিল তা রুখে দেন রাজিব এই কারণে কাউন্সিলরের মদকে বেশ কিছু মধ্যপ যুবক তার বাড়িতে এসে গালিগালাজ এবং তার স্ত্রীর গায়ে হাত তোলেন।অনিন্দিতা কে গালিগালাজ করার অপরাধে রাজীবের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা বলতেই রাজীব বলেন তার মাথার উপরে তার বড় বাবা অর্থাৎ বিধায়কের হাত আছে কেউ কিছু করতে পারবে না।এরপর কথা কাটাকাটি থেকে মারপিটে পৌঁছায়। অনিন্দিতার কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে কেওটা সাহাগঞ্জ ফাঁড়ির ও চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা পুরো থমথমে।
Hooghly: চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিধায়ক ঘনিষ্ঠ বনাম কাউন্সিলর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হুগলি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper