শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Howrah: শিক্ষক দিবসের দিনে হাওড়ায় বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ চুক্তিভিত্তিক শিক্ষকদের

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah: শিক্ষক দিবসের দিনে হাওড়ায় বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ চুক্তিভিত্তিক শিক্ষকদের শিক্ষক দিবসের দিন শিক্ষকদের আন্দোলন।বৃত্তিমূলক শিক্ষা দান কারী চুক্তিভিত্তিক শিক্ষকদের আন্দোলন।হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্তরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ।কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এরা।বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে কারিগরি শিক্ষা দেন।Howrah: শিক্ষক দিবসের দিনে হাওড়ায় বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ চুক্তিভিত্তিক শিক্ষকদের রাজ্য সরকারের কারিগরি দপ্তর থেকে নিয়োগ করা হয়েছিলো এজেন্সি মারফত।কুড়ি হাজার টাকা পান। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেন।১৩০০ কর্মী আছে।যার মধ্যে ৩৫০ জন ল্যাব কর্মীদের ছাঁটাই করা হয়েছে।অভিযোগ অনিয়মিত বেতন পাচ্ছেন।এদের দাবি সরকারি স্বীকৃতি।এবং সেইমত বেতন বৃদ্ধি করা হোক।ছাঁটাই বন্ধ হোক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।