দিদির সুরক্ষা কবচ কর্মসূচী করলেন (Didir Suraksha Kawach) কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার তিনি পৌর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি করেন।(Didir Suraksha Kawach) এদিন তিনি ওয়ার্ডের একটি কালীমন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করে ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন ।
রবীন্দ্রনাথ নাথ ঘোষ জানান বাসিন্দাদের সাথে কথা বলে তাদের দৈনন্দিন জীবনের সামাজিক সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যাগুলি সমাধানে উদ্যোগ গ্রহনের আস্বাস দেন। পাশাপাশি বাসিন্দারা রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও মানবিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন। কেউ এসব প্রকল্প থেকে বঞ্চিত হলে কিভাবে কোথায় আবেদন করে সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কেও বাসিন্দাদের জানান। কর্মসূচির অংগ হিসাবে ওয়ার্ডের স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করে সেগুলির সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন। তার সাথে ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।