কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে নিউ কোচবিহার স্টেশন চত্বরে রেলের জমিতে একটি বিশ্বমানের ন্যাশানাল সেন্টার অফ এক্সিলেন্স নামে স্পোর্টস কমপ্লেক্সের শিলান্যাস হল। শিলান্যাস করেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর সাংসদ জন বারলা, ভারতীয় হকি দলের ক্যাপ্টেন মনপ্রীত সিং, নিকি প্রধান, সোনার মেয়ে স্বপ্না বর্মন, আলিপুরদুয়ার এর বিধায়কগন সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান এই স্পোর্টস কমপ্লেক্স থেকে গোটা উত্তর পূর্ব ভারতের খেলোয়াড়েরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাই এর মাধ্যমে ক্রীড়া বিষয়ে অত্যাধুনিক প্রশিক্ষন নিতে পারবে। এর সাথে বিশ্বের ক্রীড়া মানচিত্রে কোচবিহার সহ উত্তরবঙ্গ জায়গা করে নিল।
international sports complex CoochBehar:কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্সের শিলান্যাস হল কোচবিহারে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার