মানবাধিকার (CoochBehar) হরণের অভিযোগ এনে বিএসএফের বিরুদ্ধে জেলা শাসক করনে ডেপুটেশন দিলেন গণতন্ত্র অধিকার রক্ষা সমিতি। (CoochBehar) ভৌগোলিক অবস্থানে কোচবিহার বাংলাদেশ সীমান্ত প্রায় ৫৫০ কিমি। এর মধ্যে তুফানগঞ্জ একটি অন্যতম এলাকা, এখানকার মানুষ মূলত প্রান্তিক ও দরিদ্র কৃষক।
কার্যত কৃষকদের খেতে হাল দেওয়া, বীজ বোনা, ফসল পরিচর্যা কাটা ও বাজারজাত করা এই গোটা প্রক্রিয়াতেই বিএসএফ বাঁধা দেওয়ার অভিযোগ তুলেন বিক্ষোভ কারিরা।শুধু তাই নয় ভুট্টা ও পাটের মত অর্থকারী ফসল চাষ করতে দেয় না বলে অভিযোগ করেন ওই সংগঠনের নেতৃত্বরা।বিক্ষোভ কারীদের আরো দাবি স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও কোন সূরাহা হয় না।এমত অবস্থায় দাঁড়িয়ে কোচবিহার জেলা তুফানগঞ্জ ১ নং ব্লকের কাঁটাতারের বাইরে থাকা ভারতীয় কৃষকদের জমিতে স্বাধীনভাবে ভোটটা পাঠ সহ সকল ফসল চাষ করতে দিতে হবে নতুবা বিঘা প্রতি বাৎসরিক ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুলে জেলাশাসকের কাছে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করল সংস্থার সদস্যরা. এরপরও যদি প্রশাসন তাদের দাবি পূরণ না করে তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন আমার হুঁশিয়ারি ও দেয় আন্দোলনকারীরা।