কালি পুজোর আগে (CoochBehar) অবৈধ শব্দবাজির বিরুদ্ধে জেলার প্রতিটি থানা এলাকায় লাগাতার অভিযান চালিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধার করলো কোচবিহার জেলা পুলিশ। জানা গেছে শুক্রবার ও শনিবার দুদিনের অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে এক হাজার চুয়াল্লিশ প্যাকেট অবৈধ শব্দবাজি। পুলিশের পক্ষ থেকে জানানো হয় শব্দ দূষন ও বায়ূ দূষন মুক্ত দীপাবলী উৎসব পালনের লক্ষ্যে জেলা পুলিশের এই অভিযান চালু থাকবে।
CoochBehar: অবৈধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান পুলিশের ,বাজেয়াপ্ত প্রচুর শব্দবাজি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার