দেশকে (CoochBehar) সংরক্ষিত রাখতে যারা দিনে রাত অক্লান্ত পরিশ্রম করে, যাদের জন্য সকলেই রাত্রে শান্তিতে ঘুমোতে পারি।পরিবার ছেড়ে যারা দেশমাতৃকার চরণে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে।এমনই এক বীর সেনা ৩৯ বছর চাকরি করে অবসর নিয়ে বাড়িতে আসেন।তার নাম প্রভাত চন্দ্র বর্মন। তিনি তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত শালবাড়ির এক নং পঞ্চায়েতে বাস রাজা প্রথম খন্ড এলাকার বাসিন্দা। আসার সময় তাকে সম্মান জানাতে গ্রামবাসীরা গলায় মালা পরিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করে। এলাকার এক স্থানীয় বাসিন্দারা জানান সুস্থ শরীরে যারা ফিরে আসবে তাদেরকে সুস্বাগতম জানানো উচিত। আমাদের দেশের হয়ে যারা জীবনের অধিকাংশ মূল্যবান সময় কাটিয়েছে।
CoochBehar: অবসরপ্রাপ্ত সেনাকর্মী কে সংবর্ধনা গ্রামবাসীর ,তুফানগঞ্জে
রিপোর্ট : প্রদীপ কুন্ডু , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper