Breaking News

CoochBehar: বাংলা আবাস যোজনার তালিকায় নেই নাম,গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: বাংলা আবাস যোজনার তালিকায় নেই নাম,গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভবাংলা আবাস (CoochBehar) যোজনার চুড়ান্ত তালিকায় নেই নাম, গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার নাম বাদ পড়া বাসিন্দারা। কোচবিহার দুই নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিক্ষোভ প্রদর্শনকারীরা জানান বাংলা আবাস যোজনার প্রথমে যে অনুমোদিত তালিকা সেখানে তাদের নাম ছিলো। পরে সমীক্ষার ভিত্তিতে যে চুড়ান্ত তালিকা আসে সেখানে তাদের নাম বাদ পড়েছে। ঘর পাওয়ার দাবিতে ও কিভাবে তাদের নাম বাদ পড়লো তা জানতে এদিন তারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করেন। বিষম বর্মন,মালেকা বেওয়া সহ আরও কয়েকজন জানান তারা দিন মজুরি করে কোনোমতে দিনাতিপাত করেন। তারা আশায় বুক বেঁধেছিলেন এবার একটা ঘর পাবেন। কিন্তু তাদের নাম চুড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ায় তাদের সেই আশা পুরন হবেনা। গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী রাজকুমার রায় জানান এদের আন্দোলন অবশ্যই যুক্তিযুক্ত, এরা ঘর পাবার যোগ্য হওয়া স্বত্বেও এদের নাম কিভাবে চূড়ান্ত তালিকা থেকে বাদ গেলো তা ভেবে তিনি অবাক হচ্ছেন। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বিডিও জানান বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।