Breaking News

CoochBehar: আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আগরতলা থেকে বিএসএফ এর সাইকেল র‍্যালি সিতাই এর পদমায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আগরতলা থেকে বিএসএফ এর সাইকেল র‍্যালি সিতাই এর পদমায়
coochbehar-bsfs-cycle-rally-from-agartala-to-sitais-padma-on-the-occasion-of-azadi-ka-amrita-mohotsav-west-bengal-india-ei-yugআজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে সীমান্ত সুরক্ষা বল অর্থাৎ বি এস এফ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত দেশের দীর্ঘতম সাইকেল র‍্যালি। এই র‍্যালিতে অংশ নিয়েছেন বি এস এফ এর ঊনিশ জন জওয়ান। এক হাজার দুশো ঘন্টা সাইকেল চালিয়ে এই জওয়ানরা শনিবার দুপুরে এসে পৌঁছান কোচবিহার জেলার মাথাভাঙ্গার সিতাই এলাকায় অবস্থিত বি এস এফ এর পচাত্তর নম্বর ব্যাটালিয়ন এর পদমা বিওপি তে। সেখানে তাদের স্বাগত জানান বি এস এফ এর নব্বই নম্বর ব্যাটালিয়ন এর ডি আই জি হেড কোয়ার্টার প্রবীন বক্সি। উপস্থিত ছিলেন বি এস এফ এর কমান্ড্যান্ট সুকুমার পট্টনায়ক, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিকাশ কুন্ডু সহ অন্যান্য বি এস এফ আধিকারিক গন। বি এস এফ সূত্রে জানা গেছে শনিবার বিশ্রাম করে র‍্যালিতে অংশ গ্রহনকারী জওয়ানরা রবিবার ফের কলকাতার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করবেন এবং ডিসেম্বর মাসের বারো তারিখ কলকাতায় পৌঁছাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।