বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবীতে কোচবিহার জেলা তৃণমূলের উদ্যোগে রবিবার শুরু হয়েছে জেলার মধ্যে একহাজার কিলোমিটার পদযাত্রা। রবিবার কোচবিহার শহরতলীর চকচকা হরিমন্দির থেকে পদযাত্রার সূচনা করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান এদিনের পদযাত্রা বারো কিলোমিটার পথ অতিক্রম করে মারুগঞ্জ বাজারে গিয়ে শেষ হবে। প্রতিদিন পদযাত্রা চলবে। পদযাত্রার মাধ্যমে তৃণমূল কর্মীরা বিজেপির বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে জনমত গড়ে তোলার পাশাপাশি সোনা চুরির মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবিও জানাবেন। উল্লেখ্য সোনার দোকানে চুরির একটি পুরনো মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে সম্প্রতি আলিপুরদুয়ার জেলা আদালত কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একারনেই তৃণমূল তার পদত্যাগের দাবি জানিয়ে জনসংযোগ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা তৃণমুল এর এই কর্মসূচি দলীয় কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গন। এদিনের কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন জেলা তৃণমুল চেয়ারম্যান গিরীন্দ্র নাথ বর্মন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
CoochBehar: বঙ্গভঙ্গের চক্রান্তের প্রতিবাদে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবীতে কোচবিহার জেলা তৃণমূলের পদযাত্রা শুরু
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper