কোচবিহার জেলার দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বামফ্রন্ট কর্মী সমর্থকরা। বুধবার বিকালে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফ,বিকাশ মন্ডল, সি পি আই এম নেতা প্রবীর পাল ও শুভ্রালোক দাস। তারা জানান গ্রাম গঞ্জ থেকে বোমা সহ বে আইনী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সন্ত্রাস মুক্ত বাংলা গড়ার এবং সোনা চুরির অভিযোগে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী কে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী দ্রুত গ্রেপ্তারের দাবীতে এবং চাকরিপ্রার্থীদের ওপর লাগাতার পুলিশের বর্বরোচিত আক্রমনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভ প্রদর্শনের পর থানার আই সি কে ডেপুটেশন দেওয়া হয়। বে আইনী আগ্নেয়াস্ত্র উদ্ধারে এবং অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তারে পুলিশের গড়িমসীকেও কটাক্ষ করেন বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব। বিক্ষোভকারীদের ডেপুটেশন গ্রহন করে আই সি জানান তিনি ডেপুটেশনটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
CoochBehar: দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ বামফ্রন্ট কর্মী সমর্থকদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper