শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Nisith Pramanik CoochBehar: নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে পুলিশ প্রশাসনকে তুলোধোনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিকের

রিপোর্ট : চন্দন দাস , এই যুগ, কোচবিহার

Nisith Pramanik CoochBehar: নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে পুলিশ প্রশাসনকে তুলোধোনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিকেরনিহত দলীয় কর্মীর (CoochBehar) বাড়িতে গিয়ে পুলিশ-প্রশাসনকে কার্যত তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।(CoochBehar) শনিবার গভীর রাতে খুন হন দিনহাটা ২ ব্লকের কিশামতদশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী শম্ভু দাস। বাড়ির পেছনে ছুরিকাহত অবস্থায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এদিন শম্ভু দাসের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিক।

কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত শম্ভু দাসের পরিবারের লোকজন।একই সাথে মন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবি করেন পরিবার। তাদের শান্তনা দিয়ে নিশীথ প্রামাণিক নিশানা করেন উদয়ন গুহ ও পুলিশকে।তিনি বলেন দেহ পোস্টমর্টেম হওয়ার আগেই মৃত্যুর সঙ্গে প্রণয়ের সম্পর্ক জুড়ে দিয়েছে পুলিশ। নাম না করে উদয়ন গুহকে কটাক্ষ করেন নিশীথ।
এই ঘটনা নিয়ে কোচবিহার নিউটাউন মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে ঘুরিয়ে শকুন বলে কটাক্ষ করেন। তিনি বলেন আকাশে এক ধরনের পাখি উড়ে বেড়ায় যারা মৃত দেহ খোঁজে। আর দিনহাটায় ও এক নেতা আছে সে শুধু মৃত দেহ খোঁজে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।