কোচবিহার জেলায় (CoochBehar) লোকসভা নির্বাচন ২০২৪ শেষ হয়েছে ঊনিশে এপ্রিল প্রথম দফায়। তারপর থেকে জেলার প্রতিটি থানা এলাকায় প্রতিদিন চলছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর যৌথ রুটমার্চ। সোমবার মাথাভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় এই যৌথ রুটমার্চ চলে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই রুটমার্চ।
CoochBehar: রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় পুলিশের সশস্ত্র বাহিনীর যৌথ রুটমার্চ মাথাভাঙ্গায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার