পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে ও কোচবিহার জেলা প্রশাসনের সহায়তায় কোচবিহার জেলা শাসকের দপ্তরের ল্যান্সডাউন হলে শুক্রবার অনুষ্ঠিত হল রাজবংশী ভাষা দিবস। এদিন এই অনুষ্ঠানে রাজবংশী ভাষায় নৃত্য সঙ্গীত পরিবেশনের পাশাপাশি রাজবংশী ভাষা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এন বি এস টি সি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন সহ বিশিষ্টজনেরা।
CoochBehar: রাজবংশী ভাষা দিবস উদযাপন কোচবিহারে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার