Breaking News

CoochBehar TMC: কেন্দ্রের বিজেপি সরকারের বঙ্গ ভঙ্গের চক্রান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিক এর পদত্যাগের দাবীতে তৃণমূলের জনসভা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar TMC: কেন্দ্রের বিজেপি সরকারের বঙ্গ ভঙ্গের চক্রান্তের প্রতিবাদে ও কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিক এর পদত্যাগের দাবীতে তৃণমূলের জনসভাকেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের দ্বারা বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক এর পদত্যাগের দাবীতে কোচবিহার জেলা তৃণমুল কংগ্রেসের উদ্যোগে জনসভা আয়োজিত হল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিল্কিরহাট নীলকান্ত হাই স্কুল ময়দানে। শনিবার আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের জেলা নেতা রাকেশ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদা বিজেপির বিভিন্ন জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।