Breaking News

Coochbehar: কোচবিহারে গ্রীষ্মকালীন হকি ক্যাম্পের চতুর্থ দিন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

হকি খেলার মাধ্যমে খবরের শিরোনামে স্থান করে নিয়েছে কোচবিহার ২নম্বর ব্লকের ঢাংঢিংগুড়ি। ক্রিকেট-ফুটবল সহ অন্যান্য খেলার মত হকি খেলাতে ছেলে মেয়েদের আগ্রহ বাড়াতে কলকাতার থেকে অভিজ্ঞ কোচ নিয়ে এসে ৭দিনের গ্রীষ্মকালীন হকি ক্যাম্পের আয়োজন করেছে ঢাংঢিংগুড়ি কচুয়া হাই স্কুল। হকি বেঙ্গল আয়োজিত এই শিবিরে ৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। বুধবার এই হকি ক্যাম্পের চতুর্থ দিন। কলকাতা থেকে আগত কোচ বলেন,মূলত এই ৭দিনের ক্যাম্পে ছেলে মেয়েদের একে বাড়ে প্রাথমিক ধারনা দেওয়া হচ্ছে। কি ভাবে ভাবে হকির স্টিক ধরতে হয়,বল কোন পরিস্থিতিতে পাস করতে হয় এই সব ছোট ছোট বিষয় গুলি এখানে দেখানো ও সেখান হচ্ছে। সংস্থার কর্মকর্তা ও ক্যাম্পের ছাত্র-ছাত্রীদের যা উৎসাহ দেখছি হকির প্রতি এটা খুব ভালো লাগছে এই সব শিক্ষার্থীদের সেখাতে পেরে।ক্যাম্পের সমস্ত আর্থিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় রয়েছে মা নাগেশ্বর গুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। কমিটির সদস্য উজ্জ্বল সরকার জানান, কোচবিহার ২ নাম্বার ব্লকের ছাত্রছাত্রীদের মধ্যে হকিরপ্রতি একটি আলাদা টান রয়েছে। এই খেলার মাধ্যমে তারা আমাদের জেলাকে স্তরে রাজ্য স্তরে প্রতিষ্ঠিত করার দক্ষতারাখে। কিন্তু আর্থিক অভাবের কারণে ও সঠিক পরিচালনার অভাবে আমাদের মত গ্রাম বাংলার দক্ষ ছেলে মেয়েরা তাদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাচ্ছে না।আমরা শুধুমাত্র তাদেরকে সঠিক প্রশিক্ষণ দিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের আনন্দের ও গর্বের বিষয় এই যে ইতিমধ্যেই কোচবিহার দুই নাম্বার ব্লক থেকে তিনজন ছেলে খেলোয়াড় ও চারজন মেয়ে খেলোয়াড় জাতীয় স্তরের সুযোগ পেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।