Breaking News

জনগণের পঞ্চায়েত গঠন সহ বিভিন্ন দাবীতে সিপিআইএম এর পদযাত্রা কুমারগ্রামে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

CPIM Alipurduar: জনগণের পঞ্চায়েত গঠন সহ বিভিন্ন দাবীতে সিপিআইএম এর পদযাত্রা কুমারগ্রামে cpim-alipurduar-cpim-alipurduar-cpims-march-in-kumargram-on-various-demands-including-formation-of-peoples-panchayats-west-bengal-india-cpim-howrah-ei-yug আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দূর্নীতিবাজ পঞ্চায়েত এর পরিবর্তে জনগনের পঞ্চায়েত গঠন সহ বিভিন্ন দাবীতে কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ষোলোটি বুথের সি পি আই এম দলের কর্মী সমর্থকরা পনেরো কিলোমিটার পদযাত্রা করে কুমারগ্রাম বাজারে এক পথসভায় সামিল হন। সি পি আই এম নেতা পিন্টু গাঙ্গুলি জানান রাজ্যজুড়ে পঞ্চায়েতি ব্যবস্থায় চলছে ব্যপক দূর্নীতি। দূর্নীতিবাজ পঞ্চায়েতি ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগনের পঞ্চায়েত গঠন, একশো দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান, চা বাগানে বসবাসকারী সকলকে জমির পাট্টা প্রদান, আবাস যোজনার গৃহ প্রকৃত প্রাপকদের প্রদান, কুমারগ্রাম হাসপাতালে ইন্ডোর চিকিৎসা পরিষেবা চালু সহ বিভিন্ন দাবীতে এদিন পথসভা ও পদযাত্রা আয়োজিত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচির মাধ্যমে সি পি আই এম জনমত নিজেদের দিকে আকর্ষিত করতে তৎপর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।