Breaking News

TMC: ডাবগ্রাম-ফুলবাড়ীতে তৃণমূলের “নবজোয়ারে জনসংযোগ যাত্রার ” প্রস্তুতি বৈঠক

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

TMC: ডাবগ্রাম-ফুলবাড়ীতে তৃণমূলের "নবজোয়ারে জনসংযোগ যাত্রার " প্রস্তুতি বৈঠকরবিবার ডাবগ্রাম – ফুলবাড়ী ব্লক তৃনমূল কংগ্রেস (TMC)কমিটি তাদের “নবজোয়ারে জনংসযোগ যাত্রার “প্রস্তুতি বৈঠক সারল। কি কি ভাবে এই সংযোগ করা হবে ইত্যাদি আলোচনা হয় । উল্লেখ কয়েকদিন আগে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ” নবজোয়ারে জনসংযোগ যাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ২৫ শে এপ্রিল যার শুরু হওয়ার কথা কোচবিহারের দিনহাটা থেকে।বৈঠকে উপস্থিত ছিলেন ডাবগ্রাম – ফুলবাড়ী ব্লকসভাপতি সুধা চ্যাটার্জী, জেলাপরিষদের কর্মাধক্ষ্য তথা জলপাইগুড়ি জেলা তৃনমূল সাধারন সম্পাদক দেবাশীষ প্রামাণিক, ব্লক যুব সভাপতি কিশোর মন্ডল, তৃণমূল ব্লক সভানেত্রী লতিকা রায়সহ অন্যারা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।