বরাবরই ছকে বাঁধা গতানুগতিকতা থেকে বেরিয়ে নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন দর্শনা বণিক। প্রতিনিয়ত একের পর এক ফোটোশ্যুটে তিনি উষ্ণতার পারদ চড়াচ্ছেন। লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। হটনেসের জন্য ফের লাইমলাইটে চলে এসেছেন দর্শনা। পোশাক ঠিকরে বেরিয়ে আসছে বক্ষ-বিভাজিকা। অভিনেত্রীর হট ক্লিভেজে তাপমাত্রার পারদ চড়েছে সোশ্যাল মিডিয়ায় ।দর্শনার পোস্ট করা ভিডিও তে দেখা যাচ্ছে কালো প্যান্ট এবং কালো রঙের লং জ্যাকেট পরে হেঁটে আসছেন দর্শনা। বুকচেরা জ্যাকেটের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে লাল রঙের অন্তর্বাস এবং যেখানে স্পষ্ট ফুটে উঠেছে বক্ষের খাঁজ। প্রতিটি ছবিতেই তিনি যেন আলাদা আলাদা স্টাইল স্টেটমেন্টের নজির গড়েছেন। গ্ল্যামারাস দর্শনার এই ছবি দেখতেই সোশ্যাল মিডিয়ায় ভিড় জমছে। দর্শনার সেক্সি ফিগার দেখতেই হামলে পড়েছেন নেটিজেনদের একাংশ। মুহূর্তের মধ্যে এই ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper