শুক্রবার , অক্টোবর 10 2025
Breaking News

DEV siliguri: শিলিগুড়ির রাজপথে ভোট প্রচারে দেব, রোড শো তে উপচে পড়ল ভিড়

রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি

DEV siliguri: শিলিগুড়ির রাজপথে ভোট প্রচারে দেব, রোড শো তে উপচে পড়ল ভিড়জলপাইগুড়ি লোকসভা (DEV) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে শিলিগুড়িতে প্রচার করলেন অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী (দেব)। (DEV) মঙ্গলবার শিলিগুড়ির নৌকাঘাট থেকে রোড শো এর মাধ্যমে প্রচার শুরু করেন দেব। শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারেন তিনি। তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি লোকসভার প্রার্থী নির্মল চন্দ্র রায়, শিলিগুড়ির পুরনিগমের মেয়র গৌতম দেব।এদিন অভিনেতাকে দেখতে রাস্তায় উপচে পরে ভিড়। হুডখোলা গাড়িতে করে দেব এলাকায় পৌছতেই ভিড় জমান প্রচুর মানুষ।ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। তবে হাসিমুখেই সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান ও জনসংযোগ করেন দেব। মূলত এদিন পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে প্রচার সারেন অভিনেতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।