শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Jalpaiguri: ধসে গিয়েছে রাস্তা, যাতায়াত সমস্যায় এলাকাবাসী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: ধসে গিয়েছে রাস্তা, যাতায়াত সমস্যায় এলাকাবাসীজলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হরিয়ারবাড়ি এলাকায় বন্ধুনগর থেকে কালিনগর যাওয়ার রাস্তায় একটি (Jalpaiguri)কালভার্টের বেশ কিছু অংশ ধসে যাওয়ায় বন্ধ যাতায়াত। স্থানীয় বাসিন্দারা জানান কালভার্টের মাঝখানে যেভাবে ধসে গিয়েছে তা দেখে তাদের আশঙ্কা যে কোনো সময় পুরো কালভার্টটি ধসে যেতে পারে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিন কয়েকহজার মানুষ ও প্রচুর যানবাহন এই রাস্তায় চলাচল করে। কালভার্ট ও এপ্রোচ রোডে ধস নামায় যাতায়াত বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তারা। তাদের দাবি দ্রুত কালভার্ট নির্মান করা হোক। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত জানান প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনায় এই রাস্তা ও কালভার্ট নির্মিত হয়েছিলো। কয়েকমাস আগেও একবার কালভার্টের কিছু অংশ ধসে গিয়েছিলো ও তা মেরামত করা হয়। মঙ্গলবার রাতে কালভার্টের বেশ কিছু অংশ সহ এপ্রোচ রোড ধসে যায়। এটি নির্মানের জন্য আর্থিক সংস্থান গ্রাম পঞ্চায়েতের নেই। বিষয়টি ব্লক প্রশাসন ও জলপাইগুড়ি জেলা পরিষদকে জানানো হয়েছে। কালভার্টটি যাতে দ্রুত নির্মান করা যায় সে বিষয়ে গ্রাম পঞ্চায়েত উদ্যোগী হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।