জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও ধূপগুড়ি থানার ব্যবস্থাপনায় ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে দু’দিনব্যাপী ১২ দলীয় পুলিশ-পাবলিক রিলেশনশিপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দু’দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এছাড়াও এদিন সূচনা লগ্নে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়ানদেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা, বিডিও শঙ্খদীপ দাস, চেয়ারপারসন ভারতী বর্মন ,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের সূচনা করেন পুলিশ সুপার।জানা গিয়েছে,পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করতে জলপাইগুড়ি জেলা ব্যাপী বিভিন্ন ব্লকে জেলা পুলিশের তরফে পুলিশ পাবলিক রিলেশনশিপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, জেলার আটটা থানা থেকে আটটা দল হবে, ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচের পর জেলা চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
Football Tournament Dhupguri: ধূপগুড়ি থানার ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের সূচনা হল
রিপোর্ট : রাজীব মুখার্জী , এই যুগ, জলপাইগুড়ি