মঙ্গলবার জলপাইগুড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি (Didir suraksha kawach) সারলেন জেলা তৃনমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জী। (Didir suraksha kawach) সকালে দলীয় কর্মকর্তা ও নেতৃত্বদের সাথে নিয়ে শান্তি পাড়া কালী মন্দির পরিদর্শন ও পুজো পাট সারেন।পরে পৌর প্রতিনিধিদের সাথে ইরিগেশন দপ্তরের পরিদর্শন ও কোথায় কোথায় জলের সমস্যা রয়েছে সকলে আধিকারিকের সঙ্গে কথা বলেন। পরে একটি দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সমর্থনে মিছিলে হাটেন নেতৃত্ব ও কর্মীরা। মধ্যাহ্নে মধ্যাহ্নভোজন সারেন।পরে পৌরসভার আধিকারিক ও পৌর প্রতিনিধিদের সাথে মিলিত হয়ে সরকারি পরিসেবা ও প্রকল্প গুলি নিয়ে মত বিনিময় করেন। নেতৃত্ব জানায় এর ফলে প্রশাসনিক বিষয়টি আরো সুদৃঢ় হবে। বিকেল একটি জনসভায় বক্তব্য রাখেন নেতৃত্ব। সৈকত চ্যাটার্জী, পাপিয়া পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Didir suraksha kawach: দিদির সুরক্ষা কবচ কর্মসূচি জলপাইগুড়িতে
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper