শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Dilip Ghosh BJP: দিলীপ ঘোষের উপস্থিততে বিজেপিতে যোগদান

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Dilip Ghosh BJP: দিলীপ ঘোষের উপস্থিততে বিজেপিতে যোগদান রবিবাসরীয় জলপাইগুড়িতে (Dilip Ghosh)এলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ সামনে পঞ্চায়েত ভোট করা নাড়ছে (Dilip Ghosh)।যদিও এখন তার ডিক্লেয়ার হয় নি।রাজ্য জুড়ে একরকম প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। আর একদিকে চলছে দিনকে দিন ফের দলবদলের হিরিক সারা রাজ্য জুড়ে । রবিবার তেমনি ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে বিজেপি জেলা দপ্তরে। দিলীপ ঘোষ সাংসদ জয়ন্ত রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের বেশ কয়েক জন। জানাযায় নাগরাকাটা ব্লকের তিনজন পঞ্চায়েত সদস্য (তৃণমূল ),মেখলিগঞ্জের তিনজন পঞ্চায়েত সমিতির সদস্য ও কংগ্রেসের এক প্রাক্তন ব্লক সভাপতি এদিন বিজেপিতে যোগদান করে। দিলীপ ঘোষ বলেন, কেউই আর তৃণমূলে থাকতে চাইছে না। সবাই এখন তৃণমূলের অপশাসন ও দূর্নীতি থেকে অতিষ্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।