মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা পাটানি। তবে অন্তর্বাসের ছবি দিয়ে পেজ থ্রির পাতা যতটা সরগরম করেছেন তিনি , ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি। ফ্ল্যাট অ্যাবস আর টোনড ফিগারে লাস্যময়ী এই নায়িকা কে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা। বিকিনির ছবিতে শরীরী ভাঁজে ঝড় তুলেছেন দিশা। কিলার লুকের ছবি দেখে ঘাম ঝরছে নেটিজেনদের। তার হট লুক নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।ছবিতেই যেন শরীরী উষ্ণতা চুইয়ে পড়ছে। পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন তার জন্যই প্রযোজ্য । বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় যে বোল্ড ছবি শেয়ার করেছেন টাইগারের প্রেমিকা, তা দেখেই ঘুম উড়েছে ভক্তদের। ছবিতে দেখা যাচ্ছে বুকের একাংশই খোলা ও উন্মুক্ত। কেবল স্তনযুগল ঢাকা। আবেদনময়ী চাহনি ও খোলা চুলে নায়িকার চোখেমুখে ফুটে উঠেছে শরীরী আবেদন। সেক্সি ফিগারে দিশাকে দেখেই ভিড়মি খেয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper