Breaking News

Disha Patani: শাড়ি ও বুকের খাঁজে সোশ্যাল মিডিয়া তোলপার করলেন দিশা পাটানি

দিশা পাটানি, বলিউডের একজন অন্যতম ব্যস্ত অভিনেত্রী । নিঃসন্দেহে তিনি বর্তমান সময়ের সবচেয়ে আকর্ষণীয় অভিনেত্রীও বটে। এই নায়িকার সৌন্দর্য, প্রাণবন্ততা ও যৌনআবেদনময়ী ছবি গুলি দর্শকদের মনে সহজেই নেশা ধরিয়ে দিতে পারে । দিশা পাটানি কখনই তাঁর হটনেস দিয়ে ইনস্টাগ্রামকে উত্তপ্ত করার সুযোগ হাতছাড়া করেন না। তাঁর ফ্যাশন-সেন্স সবসময়েই মুগ্ধ করে নেটিজেনদের। সম্প্রতি শাড়ি পরে কতগুলো ছবি পোস্ট করে অসংখ্য পুরুষের মনে আগুন ধরিয়েছেন অভিনেত্রী। ফ্রক, গাউন বা বিকিনি পরা হোক বা ভারতীয় নারীর শাড়ি দিশা যেকোন কিছুকে সুন্দর করে তুলতে পারেন। শাড়ি পরে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী একটি গোলাপি রঙ্গের ফুলের ইমজি দিয়েছেন। ৩০ বছর বয়সী অভিনেত্রী একটি হালকা গোলাপী রঙের সিকুইন্ড শাড়ি পড়েছেন, মুখে স্বল্প মেকআপ, চোখে গাঢ় আইলাইনার ও ঘন মাস্কারা, খোলা চুলে যে কারুর হৃদয়ে আগুন লাগিয়ে দেয়ার পক্ষে যা যথেষ্ট! গয়না বলতে কানের দুল এবং একটি আংটি দিয়ে পুরো লুকটি কমপ্লিট করেছেন। বিশেষ আকর্ষণ তাঁর চকচকে গোলাপী লিপশেড এবং মুখে হালকা হাইলাইটার।দিশা পাটানির সবচেয়ে বড় গুণ হল যে তিনি খুব কম মেকাপেই নিজেকে আকর্ষণীয় ও সুন্দর দেখাতে পারেন। তাঁর দেবী-সদৃশ আভাতে তিনি যাই পোশাক পরেন না কেন তাঁর প্রেমী-অনুরাগীদের বশ করে রাখেন নির্দ্বিধায় I ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে । প্রশংসা ও লাভ ইমজি দিয়ে ভরিয়ে দিয়েছে নায়িকার অনুরাগীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।