Breaking News

Disha Patani: হট লুকে ভাইরাল হতে গিয়ে নেটদুনিয়ায় চরম ট্রোলের শিকার নায়িকা দিশা পাটানি

দিশা পাটানিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি। নেটদুনিয়ায় খোলামেলা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। আর তা দেখতেই যেন হামলে পড়ে অগণিত ভক্তরা।বলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি রয়েছেন প্রথম সারিতে। সর্বদাই সেক্সি ফিগারে ঝড় তুলতে সিদ্ধহস্ত দিশা । সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা এই নায়িকা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রেমিকা। পোশাক বিতর্কে হামেশাই নাম জড়িয়েছে দিশা পাটানির। এবারও তার আগামী ছবি এক ভিলেন রিটার্নস ছবির প্রমোশনে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়লেন দিশা পাটানি। হট ক্লিভেজে উষ্ণতা বাড়াতেই চরম কটাক্ষের মুখে পড়লেন দিশা।নীল রঙের জিন্স এবং তার সঙ্গে হলুদ রঙের লো-নেক টপে হট ক্লিভেজের নেশায় ভক্তদের পাগল করে দিয়েছেন দিশা পাটানি। পোশাকের সঙ্গে ম্যাচ করে পনিটেল বেঁধেছিলেন দিশা । অভিনেত্রীকে দেখতে কিউট লাগলেও তার আউটফিটের জন্য চরম ট্রোলড হয়েছেন দিশা ।অর্জুন কাপুরের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দিশা পাটানি ও তারা সুতারিয়া। সেক্সি ফিগারে দিশাকে দেখেই ভিড়মি খেয়েছেন ভক্তরা। ছবির প্রমোশনে হট লুকে ভাইরাল হতে গিয়ে নেটদুনিয়ায় সমালোচকদের কটাক্ষের শিকার হয়েছেন দিশা। তার ভক্তরা অবশ্য নায়িকার পক্ষে দাঁড়িয়েছে। যদিও এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ নায়িকা I তিনি মজে আছেন তার ছবির প্রচার নিয়ে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।