গ্রাম পঞ্চায়েতগুলিতে ই টেন্ডারে স্বচ্ছতা আনার লক্ষ্যে জেলার গ্রাম পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের নির্মান সহায়ক, সচিব এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। জেলার মুখ্য প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় আয়োজিত এই বৈঠকে জেলাশাসক বলেন এখন থেকে সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে গ্রাম পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে ই টেন্ডার করতে হবে। এ বিষয়ে সমস্ত নির্দেশিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত গুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগে পাঁচ লক্ষ টাকার কাজের ক্ষেত্রে ই টেন্ডার করতে হত। এখন থেকে এক লক্ষ টাকার কাজের ক্ষেত্রেও ই টেন্ডার করতে হবে।
Alipurduar: গ্রাম পঞ্চায়েতের ই টেন্ডার নিয়ে প্রশাসনিক বৈঠকে জেলাশাসক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার