ত্রিস্তরীয় পঞ্চায়েত (bjp) নির্বাচনে ৪৫ জন বিজয়ী প্রার্থী প্রায় ১৫ দিন ধরে আশ্রয় নিয়ে আছে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা র লক্ষীপাড়া এলাকার বাড়িতে। (bjp) ৪৫ জন বিজয়ী প্রার্থীরা এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হতেই বিগত প্রায় দুই সপ্তাহ ধরে তারা প্রাণ বাঁচানোর জন্য এলাকা ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন লক্ষী পাড়া চা বাগান এলাকার কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়িতে।
জানা গিয়েছে, ফালাকাটা বিধানসভার জটেশ্বর ২, পূর্ব কাঠালবাড়ি এবং মাদারিহাট বিধানসভার রাঙ্গালিবাজনা এলাকার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৪৫ জন বিজয়ী বিজেপি প্রার্থী।অভিযোগ, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হতেই তৃণমূল নেতাকর্মীদের অত্যাচারে তাদের বাড়ি ছাড়া হতে হয়। একের পর এক হুমকি ও চাপ আসে দলবদলের জন্য। কিন্তু বিজয়ী প্রার্থীরা কোনমতেই দলবদল করতে চান না এবং তাদের প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে এলাকা ছাড়া হয়ে দুই সপ্তাহ ধরে জন বর্লার কাছে আশ্রয় নিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper