২৩শের পঞ্চায়েত ভোট পরবর্তী (BJYM) হিংসায় জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা । (BJYM) দক্ষিণবঙ্গের জেলার পাশাপাশি উওর বঙ্গের বিভিন্ন জেলায় বহু বিজেপি কর্মী আহত ও নিহত হয়েছে । রাজ্যে গনতন্ত্র রক্ষার স্বার্থে বিজেপি যুব মোর্চার এক প্রতিনিধি দল আজ কলকাতার রাজ ভবনে গিয়ে রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি তুলে দেন ।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ । রাজ্য সভাপতি ছাড়াও রাজভবনে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা ভারতীয় জনতা যুব মোর্চার সর্ব ভারতীয় সহ সভাপতি অনুপ সাহা সহ রাজ্য বিজেপি যুব মোর্চার নেতৃত্ব। এদিন রাজ্যের গণতন্ত্র রক্ষার বিষয় সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের আক্রান্ত হবার ঘটনা সহ ইসলামপুরে যুব মোর্চার কর্মী খুন ও মালদায় নারী নির্যাতন সম্পর্কে রাজ্যপাল কে জানান বিজেপি যুব মোর্চার প্রতিনিধি দল । রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার লিখিত আশ্বাস দিয়েছেন বলে জানান যুব মোর্চার রাজ্য নেতৃত্ব।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper