রবীবাসরীয় জলপাইগুড়ির (Dr. Indranil Khan) রাজগঞ্জ বিধানসভার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে বিজেপির রাজ্য যুব মোর্চা সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন যোগ দিলেন “গ্রাম সম্পর্ক অভিযানে।
(Dr. Indranil Khan) এদিন রাজগঞ্জের মাঝিয়ালি জিপির অন্তর্গত মহানভিটা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অভিযোগ শোনেন জল, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে। তিনি বলেন রাজ্যের অন্যান্য জায়গার রাজগঞ্জের মানুষও সরকারি পরিষেবাগুলি পাচ্ছে না। এদিন ইন্দ্রনীল বাবু বলেন, ৭৫০০ কোটি টাকা “জল জীবন মিশনে ” খরচ করেছে ভারত সরকার। যাতে মানুষ পরিশ্রুত পানীয় জলপায়। আরও বলেন এলাকার সাধারণ মানুষের অভিযোগ লিপিবদ্ধ হচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হবে।বলেন ইতিমধ্যে ৩৫০ গ্রামে “সম্পর্ক অভিযান হয়েছে, ২৫০০ গ্রামে অভিযান চলছে। তবে তাদের লক্ষ্যমাত্রা ৩৫০০। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ জয়ন্ত রায়, যুব সভাপতি পলেন ঘোষ, উত্তম রায় সহ মন্ডল সভাপতিরা।
Dr. Indranil Khan Jalpaiguri: জলপাইগুড়িতে গ্রাম সম্পর্ক অভিযানে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন
রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper