শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Dr.Subhas Sarkar: দুর্নীতি শুরু করেছে বামেরা ,দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুভাষ সরকারের

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Dr.Subhas Sarkar: দুর্নীতি শুরু করেছে বামেরা ,দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুভাষ সরকারের“দুর্নীতি শুরু করেছে বামেরা। সঞ্চায়িতা চিটফান্ড কান্ড বাম আমলেই।” শুক্রবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড : সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, সিপিএমের লোকাল কমিটির সম্পাদকরা স্কুলে চাকুরী পেয়েছেন। অথচ ওরা স্কুলে যেতেন না। কাঁধে ব্যাগ ঝুলিয়ে পার্টি করতেন। আর শুধু বেতন নিতে স্কুলে যেতেন। প্রসঙ্গত, আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এদিন সন্ধেয় নবান্ন অভিযানের সমর্থনে কাঁচড়াপাড়ার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে হালিশহর বাগমোড়ে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ছাড়াও এদিনের মিছিলে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়- অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।