শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

MALDA: শারদ উৎসবের আবহেও বন্যার্তদের সহায়তায় মালদহ জেলা পুলিশ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: শারদ উৎসবের আবহেও বন্যার্তদের সহায়তায় মালদহ জেলা পুলিশ চারদিক যখন দুর্গা পুজার (MALDA) উৎসবের আনন্দে মাতোয়ারা তখন মালদহ জেলার ভুতনি থানার বন্যার্তরা জলবন্দী হয়ে হাহাকার করছেন। এই আর্ত মানুষগুলোকে উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহ শিশুদের বস্ত্র প্রদান করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মালদহ জেলা পুলিশ। শারদ উৎসবের আবহেও পুলিশ সাধারন মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় তৎপর হয়ে ভুতনির বন্যাপ্লাবিত এলাকায় বন্যার্তদের সহায়তা প্রদান করে প্রমাণ করে দিয়েছে পুলিশ সাধারন মানুষের মঙ্গলে নিবেদিতপ্রাণ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।