আলিপুরদুয়ার (Elephant attack) জেলার বীরপাড়ার দলসিংপাড়া চা বাগানে বুধবার রাতে একটি বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি ঘর। জানা গেছে রাত দুটো নাগাদ হাতিটি চা বাগানের গুদাম লাইনে সামিনা বিবির ঘড়ে হানা দিয়ে ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলে। সামিনা বিবি ও তার ছেলে সোহেল আনসারি তখন ঘরে ঘুমিয়ে ছিলেন। ভাঙ্গা দেওয়ালের ইট ঘুমন্ত সোহেলের গায়ে পড়লে সোহেল আহত হন। এরপর বুনো হাতিটি যায় চা বাগানের জটু লাইনে। রাত তিনটে নাগাদ হানা দেয় সানি খড়িয়ার ঘড়ে। সানি তখন তার দুই সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। হাতির হানা টের পেয়ে কোনোরকমে দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে প্রান বাঁচাতে সক্ষম হন বুনোটি সানির ঘরের ক্ষতি করে বেশ কিছুক্ষন তান্ডব চালিয়ে ফের জঙ্গলে ফিরে যায়। চা বাগানের বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। তাদের দাবি বন দপ্তর হাতির হানা প্রতিরোধে তৎপর হয়ে নজরদারির ব্যবস্থা করুক।
Elephant Attack: হাতির হানায় ভাঙ্গলো দুটি ঘর ,আহত এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার