বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Elephant : হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, বন দপ্তরে ক্ষতিপূরণের আর্জি ক্ষতিগ্রস্তদের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Elephant : হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, বন দপ্তরে ক্ষতিপূরণের আর্জি ক্ষতিগ্রস্তদেররবিবার গভীর (Elephant) রাতে বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। ঘটনা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বরুয়াপাড়া গ্রামে। গ্রামটি বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া। স্থানীয় বাসিন্দারা জানান রবিবার রাত আড়াইটা নাগাদ একটি বুনো হাতি বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে আসে ও খাবারের খোঁজে দুটি বাড়িতে হানা দেয়। প্রথমে হানা দেয় পবিত্র রায়ের বাড়ি পরে হানাদারি চালায় বিশেষ চাহিদা সম্পন্ন সোকল রায়ের বাড়িতে। হানায় পবিত্র রায়ের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোকল রায় জানান তিনি বুনো হাতির হানা টের পেয়ে কোনোমতে পালিয়ে প্রানে বাঁচেন। তার বাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড করে দিয়েছে হাতি। ক্ষতিগ্রস্ত দুজনেই বন দপ্তরের কাছে সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গেছে ক্ষতির পরিমান খতিয়ে দেখে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।