বালিতে প্রথম ডেঙ্গিতে মৃত্যু যুবকের। নাম-তৌসিফ সদর,২৯, ঠিকানা-৪৯ জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং ৫৮, (পুরাতন ১৬), পেশা- সিভিল ইঞ্জিনিয়ার। আজ সকালে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। গত ১ তারিখে ডেঙ্গুর উপসর্গ নিয়ে প্রথমে জয়সোয়াল হাসপাতালে ভর্তি হয় । গত 3 তারিখে তারপরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে আজ সকালে ডেঙ্গিতে তার মৃত্যু হয়।
Howrah: হাওড়ার বালিতে ডেঙ্গুতে ইঞ্জিনিয়ার ব্যক্তির মৃত্যু
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া