Breaking News

Esha Gupta: গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী এশা গুপ্তা ,সোশ্যাল মিডিয়া তোলপার

গায়ের রং নিয়ে কটাক্ষ সব নারীদের কেই কোনো না কোনো সময়ে শুনতে হয় I নারীদের গায়ের রং দেখে শ্রেষ্ঠত্ব বিচার করা বর্ণবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। কিন্তু তা সত্ত্বেও আজন্মকাল অনেকেই এই মানসিক দাসত্ব বহন করে চলেছেন। অভিনেত্রী এশা গুপ্তা সম্প্রতি ফাঁস করেছেন কেমনভাবে এই মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। শোবিজ দুনিয়ার নায়িকা মানেই সুন্দরী, আর সুন্দরী মানেই তাঁকে হতে হবে ফর্সা, ধবধবে সাদা- এ যেন এক অলিখিত নিয়ম। এশা জানিয়েছেন ফর্সা হতে ইঞ্জেকশন নেওয়ার উপদেশ দেওয়া হয়েছিল তাঁকে, সেই সময় ফর্সা হওয়ার ইঞ্জেকশনের দাম কত? সেই খোঁজও নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি ‘আশ্রম ৩’ সিরিজে দেখা গিয়েছে এশাকে। ২০১২ সালে ‘জন্নত ২’ ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন এশা। তারপর বিখ্যাত পরিচালক প্রকাশ ঝা-র ‘চক্রব্যুহ’ ছবিতে এশার পারফরম্যান্স প্রশংসিত হয়। এরপর একে একে ‘রাজ থ্রিডি’, ‘রুস্তম’, ‘বাদশাহো’-র মতো ছবিতে দেখা মেলে এশার। এক সাক্ষাৎকারে বলিউডে এক দশক কাটিয়ে ফেলা অভিনেত্রী জানিয়েছেন, ‘কেরিয়ারের শুরুতে আমাকে নিজের নাকটা আরও টিকালো করতে বলা হয়েছিল। লোকে বলত আমার নাকটা নাকি বড্ড গোল। তার আগে আমাকে লোকে এমনও উপদেশ দিত যে আমার উচিত ফর্সা হতে ইঞ্জেকশন নেওয়া। আমি তো কিছু সময়ের জন্য তাদের কথায় কানও দিয়েছিলাম। খোঁজ নিয়ে জেনেছিলাম সেই ইঞ্জেকশনের দাম ৯,০০০ হাজার টাকা। আমাদের বলিউডের অনেক নায়িকাই সেগুলো ব্যবহার করে, আমি নাম বলব না।’এশা আরও জানান, ‘অভিনেত্রীদের সুন্দর দেখতে লাগতে হবে, এই চাপটা সবসময় থাকে। কোনওদিন চাইব না আমার মেয়ে অভিনেত্রী হোক, তাহলে ছোট বয়স থেকে এই মানসিক চাপ ওকে সহ্য করতে হবে। সাধারণ জীবনযাপন করতে পারবে না ও।’অভিনেত্রীর এই অভিজ্ঞতা যে অনেক মেয়েকেই অনুপ্রাণিত করবে সেটা বলার অপেক্ষা রাখে না I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।