আজ সকাল বেলা প্রায় নটা নাগাদ হাওড়া লিলুয়া থানার অন্তগত জগদীশপুর চামরাইল এর একটি ফ্যাক্টরিতে আবারো ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে এবং রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকানপাটও আগুনে পুড়ে ছাই হয়ে যায় । পাশেই সরকারি পাওয়ার হাউস থাকায় আগুন ছরানোর আশঙ্কায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চামরাইল অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ও যানজটে সৃষ্টি হয় ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া জগদীশপুর ফারি র পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের অভিযোগ চামরাইল অঞ্চলে এর আগেও প্রায়শই এরকম আগুন লাগে কারখানা গুলিতে । সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ করে রাখা হয় বেআইনি ভাবে। প্রশাসনের নজরদারি থাকলে এইভাবে বেআইনি দাহ্য পদার্থ কারখানা গুলিতে মজুদ করতে পারত না কারখানা কর্তৃপক্ষ। যখনই ঘটনা ঘটে আগুন ধরে তখনই পুলিশকে তৎপর হতে দেখা যায় তারপর কোন অজানা কারণে পুলিশ আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে । এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোবের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে । প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি করে এই আগুন লাগলো সেই বিষয়ে তদন্ত শুরু করছে লিলুয়া থানা ও দমকলের আধিকারিক রা।
Fire howrah: ফ্যাক্টরিতে আগুন হাওড়ার জগদীশপুরে
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper