জলপাইগুড়ি (Gajoldoba)জেলার রাজগঞ্জ ব্লকের গজলডোবায় গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রের ভোরের আলো।(Gajoldoba) সোমবার এই পর্যটন কেন্দ্রে প্রবেশ ও বের হবার জন্য একটি ঝুলন্ত সেতুর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Gajoldoba) এদিন তিনি বানারহাটের সভা থেকে এই সেতুর উদ্বোধন করেন।
জানা গেছে ভোরের আলো পর্যটন হাবটিকে পর্যটক আকর্ষনের কেন্দ্রবিন্দু করে তোলার লক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে। এই ঝুলন্ত সেতুটিকে ও পর্যটকদের আকৃষ্ট করার জন্য নির্মাণ করা হয়েছে। এতদিন পর্যন্ত ভোরের আলোতে প্রবেশ ও বের হবার জন্য একটাই সেতু ছিলো যেটি তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের দ্বারা নির্মিত। এই একটি সেতুর উপর প্রচন্ড যানজট হতো। সোমবার উদ্বোধন এর পর ঝুলন্ত সেতুটি চালু হয়ে যাওয়ায় যানজট থেকে মুক্তি পাবেন পর্যটকরা। সেতুটি নির্মানে ব্যয় হয়েছে একশ নয় কোটি টাকা বলে জানিয়েছেন সেতু নির্মানে যুক্ত বাস্তুকার। উদ্বোধন এর দিনেই বহু পপর্যটক এই সেতু দেখতে ভীড় জমান।