Breaking News

BJP: বিজেপির ওবিসি মোর্চার ডাকে গাঁও গাঁও চলো ঘর ঘর চলো কার্যসূচী পালিত হলো

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

BJP: বিজেপির ওবিসি মোর্চার ডাকে গাঁও গাঁও চলো ঘর ঘর চলো কার্যসূচী পালিত হলোকুমারগ্রাম বিধানসভা (BJP) এলাকার ১০/১০৬ নম্বর বুথে বুধবার ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার উদ্যোগে পালিত হলো গাঁও গাঁও চলো ঘর ঘর চলো কার্যসূচী। বিজেপি ওবিসি মোর্চার তিন নম্বর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের কার্যসূচীতে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি অজিত কুমার ঘোষ, বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস, তিন নম্বর মন্ডল সভাপতি বিজয় বড়ুয়া, ওবিসি মোর্চার মন্ডল সভাপতি দিলীপ কুমার পন্ডিত সহ অন্যান্য মন্ডল তথা বুথ নেতৃত্ব ও কার্যকর্তাগন। অজিত কুমার ঘোষ জানান এই কর্মসূচি শুরু হয়েছে চলতি মাসের ছয় তারিখ থেকে চলবে চৌদ্দ তারিখ পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।