হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন হীনা খান। টেলিভিশন দুনিয়ার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও তিনি একাধিক কাজ করেছেন। অভিনেত্রী হিসেবে বিনোদন জগতে নিজের যাত্রা শুরু করেন ২০০৯ থেকেই। স্টার প্লাসের ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’ ধারাবাহিকের মাধ্যমেই দর্শকদের মাঝে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ‘কাসৌটি জিন্দেগী কে’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকমহলে যথেষ্ট প্রশংসিত হয়েছিল । ‘বিগ বস ১১’ ও ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলারী ৮’-এও দেখা মিলেছিল অভিনেত্রীর।তিনি সোশ্যাল মিডিয়াতেও ভালোই অ্যাক্টিভ। প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন হীনা । হিন্দি টেলিভিশন জগতের অন্যতম সাহসী অভিনেত্রী ও বটে। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও মেতে থাকেন তিনি। ইন্ডাস্ট্রির অন্যতম ফিটনেস ফ্রিক তিনি। সোশ্যাল মিডিয়ার অন্যতম স্টাইল স্টেটমেন্টও তার জুড়ি মেলা ভার। নিজের সাজ পোশাক নিয়ে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় হীনা খানকে। সম্প্রতি আবারো নিজের লুকের জন্যই চর্চায় অভিনেত্রী। লন্ডনের ‘ইউকে.এএফ.এফ ২০২২’এর ক্লোজিং সেরিমনিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। অফ-হোয়াইট অফ-শোল্ডার পোশাকে সেজে উঠেছিলেন হীনা খান আর এই পোশাকেই অ্যাওয়ার্ড নিয়েছেন তিনি। সেকথা তার শেয়ার করা ছবি ও ক্যাপশন দেখেই জানা গিয়েছে। একথা জানার পর থেকে তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরাও। এই সাজে একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন তিনি, যা এই মুহূর্তে নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।